অনলাইন জুয়ায় জড়িত ৫ যুবক কারাগারে
প্রকাশিতঃ ০২ মার্চ, ২০২৪
জেলা প্রতিনিধি, যশোরের মনিরামপুরে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন–মনোহরপুর গ্রামের নাজিউর রহমান (২৮), পাঁচাকড়ি গ্রামের সিরাজুল ইসলাম (৩৯) ও তরিকুল ইসলাম (২৬),
কালিবাড়ি এলাকার শফিকুল ইসলাম (৩৯) ও কাজিয়াড়া গ্রামের কামরুজ্জামান (৩৭)।পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। মনোহরপুর সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও নেহালপুরের কালীবাড়ি বাজার মোড়ের সরকারি পুকুরের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে। আজ (শুক্রবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।