সারাশি অভিযানে যশোরে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার২৫৩
প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪
জেলা প্রতিনিধি,যশোর জেলায় মাদক,চাঁদাবাজ,সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান চালিয়ে জেলার ৯থানা থেকে গত ৫দিনের ব্যবধানে-২৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের দেওয়া এক মতবিনিময় সভায় বলেন,যশোরে একের পর এক হত্যাকান্ড সহ বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্মকান্ডের জন্য সারাশি অভিযানে নেমেছে যশোর জেলা পুলিশ। গত ৫দিনের অভিযানে ২৫৩ জনকে আটক করা হয়েছে এবং আটককৃত দের বিরুদ্ধে ১০৩টি মামলা করা হয় বলে জানায়,যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
তিনি আরো বলেন আমাদের এই অভিযান কোন ব্যাক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়।আমরা অপরাধীকে অপরাধী হিসেবে দেখি।আমরা চাই যশোর হবে চাঁদাবাজ মুক্ত,সন্ত্রাস মুক্ত,অস্ত্র মুক্ত,মাদক মুক্ত একটি শান্তির শহর। যারা ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।