অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৭০ হাজার টাকা জরিমানা
প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
অনলাইন ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা উপজেলার নওগাঁর মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রিফাত আরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে- জেলার মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে রিফাত আরার নেতৃত্বে মেসার্স আর.আর.বি ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইটভাটার পক্ষথেকে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে ইটভাটার ম্যানেজার মো: হোসাইনকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়াসহ থানা পুলিশ। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।