ফেসবুকে ভারতীয় যুবকের সঙ্গে প্রেম, অভিমানে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা
প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
জেলা প্রতিনিধি,ভারতীয় এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি এক যুবতীর (২৫)। পরে প্রেমের টানে ছেলেটি পাসপোর্ট ভিসা নিয়ে চলে আসেন বাংলাদেশে। যুবতী মুসলিম হলেও যুবক হিন্দু ধর্মাবলম্বী।
বাংলাদেশে এসে ওই যুবক প্রেমিকাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) প্রেমিক ভারতে চলে যাওয়ার সময় প্রেমিকাও বেনাপোল স্থলবন্দরে আসেন তার সঙ্গে। একপর্যায়ে প্রেমিক চলে যাওয়ার কষ্ট সইতে না পেরে প্রেমিকাও তার সঙ্গে যেতে চাইলেন। তখন প্রেমিক তাকে জানালেন, পাসপোর্ট ভিসা ছাড়া তো এভাবে যাওয়া যাবে না। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়েটি অভিমানে স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংকের গলিতে গিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় পাশে থাকা দায়িত্বরত বিজিবি সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়েটির বাড়ি যশোর জেলায়। যুবক ভারতীয় পাসপোর্টধারী নাগরিক চিন্ময় অধিকারী (৩৩)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার টিবলী গ্রামের অনন্ত অধিকারীর ছেলে।
ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। চিন্ময় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে চলে আসেন। সাক্ষাৎ শেষে সোমবার তাকে রেখে ভারতে যাওয়ার সময় মেয়েটিও তার সঙ্গে যাবে এমন প্রস্তুতি বাড়ি থেকে চলে আসে। মেয়েটির কোনও পাসপোর্ট না থাকায় ছেলেটি তাকে রেখে চলে যাচ্ছিল। সেই কারণে অভিমানে মেয়েটি গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা প্রেমিক যুগলকে উদ্ধার করে স্থানীয় বেনাপোল পোর্ট থানা প্রশাসনের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই সুজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রেমিক যুগলকে থানায় নেওয়া হয়েছে।’