সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

১৩৮টি ইটভাটার মধ্যে ৮৪টি অবৈধ

প্রকাশিতঃ ০৬ ফেব্রুয়ারি, ২০২৪  

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরে ১৩৮টি ইটভাটার মধ্যে ৮৪টি অবৈধ। আইন অমান্য করে চলছে এসব ইটভাটা। কৃষি জমির মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। অবৈধভাবে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে দিনদিন পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। বসতবাড়ির আশপাশের ইটভাটা নির্মাণের ফলে স্বাস্থঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ ইটভাটা বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এদিকে স্থানীয় প্রশাসন বলছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চলছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। জানা যায়, জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় শতাধিক ইটভাটা।

বেশিরভাগ ইটভাটার নেই পরিবেশ ছাড়পত্র। নিয়ম-কানুন না মেনেই মালিকরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নতুন নতুন ইটভাটা তৈরি করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হয় কাঠ। এতে সৃষ্ট ধোঁয়া ও ছাই থেকে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। তবে ইটভাটা মালিকদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু কিছু মালিক তা না মেনে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইটভাটা মালিক নেতাদের আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ বলেন, ১৩৮টি ইটভাটার মধ্যে ৮৪টি অবৈধ। আইন অমান্য করে চলছে এসব ইটভাটা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে। কোনোভাবে অবৈধ ইটভাটা চলতে দেয়া হবে না।

ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, অবৈধ অনুমোদনবিহীন অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধ করে দেয়া হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।