মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৭৬ হাজার ৪শ মার্কিন ডলারসহ নারী আটক

প্রকাশিতঃ ৩০ জানুয়ারি, ২০২৪  

অনলাইন ডেস্ক:বেনাপোল কাস্টমস ইমিগ্রেশনে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ নাসরিন আক্তার নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক পাসপোর্টধারী যাত্রী কুষ্টিয়া জেলার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েক আরেফিন জায়েদি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  জানা যায় ভারত থেকে এক বাংলাদেশি নারী যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক নারী পাসপোর্টধারী যাত্রীর গতিরোধ করা হয়। এসময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, জব্দকৃত মার্কিন ডলারের আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা। এছাড়া আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।