সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালপুর-৪ আসনের নতুন এমপিকে ঢাকাস্থ ভাটারা সমিতির সংবর্ধনা

প্রকাশিতঃ ২০ জানুয়ারি, ২০২৪  

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের নব নির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুর রশীদকে ঢাকাস্থ ভাটারা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন,ঢাকাস্থ ভাটারা সমিতির সভাপতি মো.আবু বকর সিদ্দিক। সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক তারিকুল ইসলাম নিটোলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,সরিষাবাড়ি আসনের নব নির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুর রশীদ,প্রধান বক্তার বক্তব্য দেন,সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ,বিশেষ অতিথির বক্তব্য দেন, সরিষাবাড়ির পৌর মেয়র মনির উদ্দিন, ব্যারিষ্টার হাসিব সিদ্দিক, এ আর খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম, ভাটারা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবু হাসান ও ঢাকাস্থ ভাটারা সমিতির সাধারন সম্পাদক প্রকৌশল আব্দুল মান্নান প্রমুখ।সংবর্ধিত নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুর রশীদ সরিষাবাড়ি বাসীকে আলোকিত করতে জীবন বাজি রাখারও প্রতিশ্রুতি দেন।