মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নবীনগরে পৃথক ঘটনায় এক দিনে দুই মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামে কৃষি জমি থেকে ফাঁস লাগানো অবস্থায় সাদ্দাম হোসেন (৩৫) নামে এক অটোরিকশাচালকের লাশ ও নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের রবিউল্লাহর স্ত্রী নিলুফা আক্তার (২১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে।
অপরজন নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের রবিউল্লাহর স্ত্রী নিলুফা আক্তার (২১)।

জানা যায়, নিজের বাড়ি ঘর না থাকায় বিয়ের পর থেকে কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে শশুর বাড়িতে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। পাঁচ বছরের এক মেয়ে ও চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্সপতিবার কালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ সকালে তার মরদেহ পেয়েছি।

অপরদিকে একই দিনে শুক্রবার সকালে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের রবিউল্লাহর স্ত্রী এক সন্তানের মা নিলুফা আক্তার (২১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। সে ব্রাহ্মণহাতা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটা ঘটেছে। আবার অনেকে মনে করছেন ওই নারীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং ব্রাহ্মণহাতা থেকে উদ্ধার হওয়া গৃহবধূর লাশও ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। দুটি লাশ উদ্ধারের ঘটনায় পৃথক পৃথকভাবে মামলার প্রস্তুতি চলছে।