সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জরিমানা

প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০২৪  

অনলাইন ডেস্ক বগুড়ার শিবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকামতলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মাসিস্ট এর সনদ ও ড্রাগ লাইসেন্স না থাকায় মোকামতলা বাজারস্থ মায়ের দোয়া ফার্মেসির স্বত্বাধিকারী মোস্তাফিজার রহমানকে ১০ হাজার টাকা ও মেসার্স বাদল ফার্মেসির স্বত্বাধিকারী বাদল কুমারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। এসব ওষুধ সেবনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে মানুষ। এ ছাড়া ফার্মেসি পরিচালনা করতে হলে ফার্মাসিস্ট এর সনদ ও ড্রাগ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আজ মোকামতলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে ড্রাগ আইন ১৯৪০ মোতাবেক দুইটি ফার্মেসিকে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে।