মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০২৪  

জেলা প্রতিনিধি, নেত্রকোনার পূর্বধলায় আমদানী নিষিদ্ধ ৪৮ বোতল ভারতীয় মদসহ দীপ্ত হাউই (২৭) নামক এক উপজাতি মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ বুধবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশরি সড়কের পূর্বধলা উপজেলার আত্কাপাড়া নামক স্থানে চেক পোস্ট বসিয়ে সন্দেহজনক একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ীতে তল্লাশী চালিয়ে দুটি পাটের বস্তায় রক্ষিত আমদানী নিষিদ্ধ ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং মাদক ব্যবসায়ী দীপ্ত হাউইকে আটক করে।

আটককৃত দীপ্ত হাউই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের এলট চাম্বু গং’র ছেলে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃত উপজাতি মাদক ব্যবসায়ী দীপ্ত হাউইকে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।