মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল উদ্ধার
প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০২৪
অনলাইন প্রতিবেদক: দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নের খানপুর জায়গির পাড়ায় এ অভিযান চালায় ডিএনসির একটি দল।
জুয়েল বাবু নামের এক পাইকারি মাদক কারবারি মাদকের চালান এনে খুচরা বিক্রেতা রাযহান আলীর বাড়িতে সরবরাহ করতে এসে ডিএনসির উপস্থিতি টের পেয়ে বস্তাসহ মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায দুই মাদক কারবারি। তবে পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকবিরোধী অভিযান চলছে। মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।