সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোট দিতে না গেলে ভাতা বন্ধের হুমকি,পঞ্চগড়-২ আসনে রেলমন্ত্রীকে শোকজ 

প্রকাশিতঃ ২৬ ডিসেম্বর, ২০২৩  

অনলাইন ডেস্ক:  ভোট দিতে না গেলে ভাতাভোগীদের নাম বাদ দেওয়া হবে এমন বক্তব্যের দায়ে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শোকজ করা হয়েছে। এতে তাকে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর)পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন এই নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর রাতে দেবীগঞ্জের পামুলী ইউনিয়ন ও ২৫ ডিসেম্বর বোদার চন্দনবাড়িতে নির্বাচনী সভার বক্তব্যে ভোট দিতে না গেলে তাদের তালিকা করে নাম কর্তনের হুমকি দিয়ে রেলমন্ত্রী বলেন, একটি দল বের হয়েছে। তারা বলছে ভোট দেবেন না। তাদের কথায় কেউ যদি ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুটি লিস্ট করছি।

একটিতে কারা ভোট দিতে যাচ্ছে। আর একটিতে থাকবে কারা ভোট দিতে যাচ্ছে না। আপনি সরকারি সুযোগ-সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না তা হবে না।

এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ক) ও ১১ (ক) ধারার বিধান লঙ্ঘন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।