সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রতারণার টাকা পরিশোধে ৬ বিয়ে, অবশেষে গ্রেফতার

প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর, ২০২৩  

স্টাফ রিপোর্টার, সরকারি কর্মকর্তা পরিচয়ে একাধিক বিয়ের মাধ্যমে অর্ধকোটি ও চাকরি দেওয়ার নামে আরও এক কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, র্যাব-৫ ও রাজবাড়ী জেলা পুলিশের যৌথ অভিযানে নাটোর থেকে আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল নামের প্রতারককে গ্রেফতার করা হয়। মূলত বিয়ে করে প্রতারণা করাই তার নেশা। পাংশা থানায় তার বিরুদ্ধে একটি নারী নির্যাতনের মামলা হয়। তাতে বলা হয় আশা নামের এক নারীকে বিয়ে করে পাচারের চেষ্টা করা হয়। এই প্রতারক প্রতারণা করে এখন পর্যন্ত কাগজে-কলমে ৬টি বিয়ে করেছেন। এছাড়া স্থানীয়রা বলেছেন তিনি নাকি ২০টির বেশি বিয়ে করেছেন। সবশেষ তিনি পাংশায় স্বাস্থ্য বিভাগের কম্পিউটার অপারেটর পরিচয় দিয়ে বিয়ে করেন। পরবর্তীতে স্থানীয় আরিফ নামে এক ব্যক্তির মাধ্যমে সরকারি চাকরি দেওয়ার কথা বলে ৭ জনের কাছ থেকে ১৮ লাখ টাকা নেন।

এসপি বলেন, আসামির ভাষ্যমতে ২০১৬ সালে তিনি স্বাস্থ্য বিভাগের কম্পিউটার অপারেটর পদে চাকরি পান। পরবর্তীতে করোনাকালীন সময়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে ২০ জনের কাছ থেকে ১ কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ করেন। টাকা নেওয়া ব্যক্তিদের আউট সোর্সিংয়ের কাজও দেন। কিন্তু করোনাকালীন সময়ে তাদের কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারা যখন বাড়িতে গিয়ে টাকার জন্য চাপ দিতে থাকেন তখন তিনি চিন্তা করেন বিয়ে করে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে পরিশোধ করবেন। এখন পর্যন্ত সব মিলিয়ে তিনি বিভিন্ন মাধ্যমে এক কোটি ৬৩ লাখ টাকা প্রতারণা করেছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কাগজে কলমে তিনি রাজবাড়ীর পাংশাসহ দেশের বিভিন্ন এলাকায় ৬টি বিয়ে করেছেন। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ০৪টি প্রতারণার মামলা এবং ১টি চোরা-চালানের মামলা আছে। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় ২টি ওয়ারেন্ট আছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।