সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুইটি ইটভাটাকে জরিমানা

প্রকাশিতঃ ২১ ডিসেম্বর, ২০২৩  

স্টাফ রিপোর্টার,বান্দরবানের লামা পৌরসভায় ও গজালিয়ায় দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে লামা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে লামা ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়। 

সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম জানান, অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা করায় দুইটি ভাটাকে ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ধারায় অনুযায় টিএমবি ও এসবিএম ব্রিকস্ এর মালিককে জরিমানা করা হয়েছে। এসময় পানি নিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। 

সহকারী কমিশনার (ভূমি) আরো বলেন, আমাদের এই অভিযান নিয়মিত চলবে।