মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্থলবন্দরে পাঁচদিন পর খালাস হলো ভারত থেকে আসা ৯০ টন পেঁয়াজ

প্রকাশিতঃ ১২ ডিসেম্বর, ২০২৩  

অনলাইন ডেস্ক: যশোরের বেনাপোল স্থলবন্দরে পাঁচদিন আটকে থাকার পর খালাস হয়েছে ভারত থেকে আমদানি করা ৯০ টন পেঁয়াজ। এই পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশের সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)

সোমবার (১১নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বন্দরে পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার টিসিবির আমদানি করা ৯০ টন পেঁয়াজের চালান ৩টি ভারতীয় ট্রাকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। তারপর থেকে ট্রাকগুলো বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষায় ছিল।বন্দরের এক কর্মকর্তা বলেন, ‘পণ্য আমদানির ডকুমেন্ট আমরা সোমবার সকালে পেয়েছি। বন্দর থেকে পণ্য ছাড় করতে কাস্টমসে ডকুমেন্টস জমা দিতে হয়। কাস্টমস ও বন্দরের কার্যক্রম শেষে সন্ধ্যায় পেঁয়াজের চালানটি বন্দর থেকে ছাড় করা হয়।’