সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পলিথিন ব্যবহারে ২১ জনকে জরিমানা

প্রকাশিতঃ ০৩ ডিসেম্বর, ২০২৩  

অপরাধ প্রতিবেদক: সাতক্ষীরার বিনেরপোতায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১৫টি যানবাহনের চালক ও নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় ছয় মুদিদোকানিকে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানের পর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের জরিমানা করা হয়। 

সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় সাতটি বাস ও আটটি ট্রাকে হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে দেখা যায়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে বাস ও ট্রাক থেকে হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়। এ ছাড়া চালকদের কাছ থেকে প্রতি বাস ও ট্রাক বাবদ এক হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

পরে কদমতলা বাজারের ছয়টি মুদি দোকানে অভিযান চালানো হয়। এসব দোকানে অবৈধভাবে পলিথিন রাখা ও বিক্রির দায়ে ছয় দোকানদারকে ছয়হাজার টাকা জরিমানা করা হয়।