মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকালেন নিরাপত্তারক্ষী
প্রকাশিতঃ ০২ ডিসেম্বর, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক: এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন বিমানবন্দরে জেরার হাত থেকে বাঁচতে আমেরিকায় যেতে চান না তিনি। কিন্তু এবার আমেরিকা নয় নিজের দেশে মুম্বাই বিমানবন্দরে ঢুকতেই জেরার মুখে পড়তে হয়েছে বলিউড সুপারস্টারকে। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
গত বৃহস্পতিবার রাতে মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকান নিরাপত্তারক্ষী। এর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালের পর অভিনেতার প্রতি আবারও অভিভূত হয়েছে ভক্তরা। ভিডিওতে দেখা গেছে, বাদশার পরনে কালো টি-শার্ট, কালো হুডি, ঢিলেঢালা প্যান্ট আর চোখে রোদ চশমা। তিনি বিমানবন্দরের দরজার সামনে ধৈর্য ধরে সব কাগজ পত্র দেখান নিরাপত্তা আধিকারিককে। কিন্তু ওই অফিসার, পরিচয়পত্রের সঙ্গে শাহরুখের মুখ মিলিয়ে দেখেই চলেছেন। অফিসারের কাণ্ড দেখে শাহরুখ শুধু মিষ্টি হেসেছেন। তার এমন নম্র ব্যবহার যেন আরও এক বার মন জয় করল নেট নাগরিকদের।