সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এমপি শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

প্রকাশিতঃ ৩০ নভেম্বর, ২০২৩  

জেলা প্রতিনিধি: মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে সঙ্গে নিয়ে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসেরের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মাগুরা-২ আসনের নৌকার প্রার্থী বীরেন শিকদারও একই সময়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাকিব আল হাসান বলেন, ‘মাগুরাকে সেবা করতে এসেছি। যারা নেতৃবৃন্দ আছেন, তাঁদের সঙ্গে করে নৌকাকে বিজয়ী করব বলে আশা করছি। সকলে সহযোগিতা করবেন।’ 

নির্বাচন কমিশন থেকে আচরণবিধি লঙ্ঘনে কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটি আমি নিয়মতান্ত্রিকভাবে দেখব।’ 
 
সাইফুজ্জামান শিখর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আমরা জেলা আওয়ামী লীগ সাকিবের সঙ্গে কাজ শুরু করেছি। জেলার প্রতিটি ইউনিট কাজ শুরু করবে। নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা কার্যক্রম চালাব।’ 

মনোনয়নপত্র জমা দিয়ে মাগুরা-২ আসনের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীরেন শিকদার বলেন, ‘এবার বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীকে পঞ্চমবার আসন উপহার দেব। আশা করছি বিপুল ভোটে নির্বাচিত হব।’ 

এদিকে সাকিব আল হাসানের বাড়িতে টানানো নির্বাচনী ব্যানার, নৌকার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে সাকিবের এক আত্মীয় বলেন, নির্বাচনী আচরণবিধি মানার জন্য এসব খুলে ফেলা হয়েছে।