অফিসকক্ষে বসেই পৌর সচিবের মদ্যপান
প্রকাশিতঃ ২২ নভেম্বর, ২০২৩
স্টাফ রিপোর্টার, নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার সচিব শৈবাল চন্দ্র সাহা অফিসে বসেই মদ পান করেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার অফিস চলাকালীন এ ঘটনা ঘটেছে। বিষয়টি পৌরসভায় সেবা নিতে আসা মানুষের মাঝে জানাজানি হওয়ায় চলছে সমালোচনা।
অভিযোগ রয়েছে, মোহনগঞ্জ পৌর সচিব শৈবাল চন্দ্র সাহা প্রায়ই অফিসে বসে মদ পান করেন। গত মঙ্গলবারও অফিসকক্ষে মদ পান করছিলেন তিনি। এ সময় সেবাপ্রত্যাশীরা সেখানে গেলে মদের বোতল লুকানোর চেষ্টা করেন ওই কর্মকর্তা। এ সময় সুযোগ বুঝে ক্যামেরায় চিত্র ধারণ করেন প্রত্যক্ষদর্শীরা। পরে সচিবের মদপানরত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সানাউল্লাহসহ কয়েকজন জানান, কাগজপত্র সই করাতে পৌরসভায় গিয়েছিলেন তারা। মেয়র ঢাকায় ছিলেন। অফিসে ঢুকে দেখতে পান, একজন নগ্ন অবস্থায় মদ পান করছেন। এক পর্যায়ে তাদের দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসদাচরণ করেন সচিব শৈবাল চন্দ্র সাহা।
নাম প্রকাশ না করার শর্তে অফিসের একাধিক ব্যক্তি বলেন, শৈবাল চন্দ্র সাহা ২০১২ সাল থেকে মোহনগঞ্জ পৌরসভায় নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে কর্মরত। শুরু থেকেই স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। দীর্ঘদিন একই স্থানে থাকার কারণে খারাপ আচরণের মাত্রা বেড়েই চলেছে। এমনকি শৈবাল চন্দ্র স্টাফদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিয়ে ফেরত দেন না। টাকা ফেরত চাইলেই ঘটে হুমকি-ধমকিসহ নানা বিপত্তি।
পৌর সচিব শৈবাল চন্দ্র সাহার মোবাইল ফোনে কল দিয়ে অভিযোগ বিষয়ে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছেন তিনি। এর পর আর কল রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।