অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান
প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৩
অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে ১টি ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার, (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন উপজেলার লামচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মজুপুর গ্রামের দক্ষিণ মজুপুর মাঠ থেকে এই ড্রেজারটি উচ্ছেদ করেন।
ইউপি সদস্য ইউছুফ হোসেন ও স্থানীয় কৃষক ইমরান হোসেন, মোস্তফা কামাল, নাছির আহমেদ, ফারুক হোসেন সহ অসংখ্য কৃষক পরিচালিত ড্রেজারটি সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের নির্দেশে উচ্ছেদ করা হয়।
সম্প্রতি ড্রেজার বন্ধের দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও কৃষি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা। পরে মঙ্গলবার, (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারের প্রায় ২০টি পাইপ ধ্বংস করে মিশনটি জব্দ করা হয়।
এই অভিযানে ইউনিয়নের অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে মালিকানাধীন ড্রেজারের পাইপ ধ্বংস করার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন। এসময় বেশ কয়েকটি পাইপ ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন বলেন, অবৈধ ড্রেজার ধ্বংসের প্রক্রিয়া চলমান থাকবে।