সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবৈধ ভাবে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

প্রকাশিতঃ ২৮ আগস্ট, ২০২৩  

বিশেষ প্রতিবেদক:দিনাজপুরের নবাবগঞ্জে সোমবার (২৮ আগস্ট)বিকেলে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় মেশিনের পাইপসহ সরঞ্জাম জব্দ করছে মোবাইল কোর্ট ।

উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ ব্রীজ সংলগ্ন বালুর পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ফারুক।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেকে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী মেশিনের পাইপসহ সরঞ্জাম জব্দ করা হয় ও মেশিন পরিচালনাকারী অপারেটরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।