সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু

প্রকাশিতঃ ২১ আগস্ট, ২০২৩  

জেলা প্রতিনিধি।অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে সৌমিক পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. হাফিজুল সরদার (৪৫) নামে ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে আরিফা (১৪) ও ভাগিনা মো. রাব্বী (১১) গুরুতর আহত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘাতক বাসটি জব্দসহ চালক লিটন হোসেনকে আটক করা হয়েছে।

নিহত হাফিজুল পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও নিহত ওই ব্যক্তির পরিবার জানান, দুপুরের দিকে হাফিজুল জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে দেখে মেয়ে ও ভাগিনাকে নিয়ে বাড়ির ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় পৌঁছালে হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাস তাদের অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক নিহত হন এবং তাতে থাকা অপর দুইজন গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো. গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।