মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সংবাদ প্রকাশের পর পরিদর্শনে ইউএনও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রকাশিতঃ ০৬ আগস্ট, ২০২৩  

জেলা প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এই দুই উপজেলার যোগাযোগের পথে দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা স্থানের ভাঙা সেতুটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান। এর আগে এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তার।

জানা গেছে,এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে শিক্ষার্থী, ট্রাক-বাস সহ হাজার হাজার মানুষ সেতু দিয়ে পার হচ্ছে। এছাড়াও দুর্গাপুর ও কলমাকান্দা এই দুই উপজেলার সংযোগ সড়কের পথের সেতু এটি। ওই সড়কে কোন বিকল্প ব্যবস্থা না থাকায় ভেঙে যাওয়া সেতুটি এখন মরন ফাঁদে পরিনিত হয়েছে। এর আগেও বেশ কয়েকবার সেতুটি উপরের পাটাতনের বিভিন্ন অংশ ভেঙ্গে গর্ত হলে ভেঙে যাওয়া অংশে সিমেন্ট ও সুরকি দিয়ে ঢালাই দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে ভারী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সেতুর পাটাতনে পুনরায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙা সেতুটির উপর দিয়েই চলাচল করছে ছোট বড় সব যানবাহন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান জানান,ভাঙা সেতুটি দুপুরে পরিদর্শন করেছি ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য বলা হয়েছে।