সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফসলি জমির মাটির কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিতঃ ২৭ জুলাই, ২০২৩  

জেলা প্রতিনিধি:মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ফসলি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকাল ৫ টার উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর মান্দ্রা বিলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন।

এসময় তিনি অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ভরাট করার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ফসলি জমির মালিক সুমন বেপারী ও অবৈধ ড্রেজার মালিক মো. আব্দুর রহমানকে ১লক্ষ টাকা জড়িমান করেন। এ অভিযানে সহযোগিতা করেন টঙ্গিবাড়ী থানা পুলিশ। এ সময় অবৈধ্য ড্রেজারের পাইপ ধ্বংস করা হয় ।