সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ ২৪ জুলাই, ২০২৩  

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৪ জুলাই)ডামুড্যা বাজার ও পৌরসভার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকার নির্ধারিত প্রতিটি গ্যাস সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা হলেও খুচরা পর্যায়ে দোকানদার ১২০০ শত থেকে টাকা অর্থাৎ প্রতিটি গ্যাস সিলিন্ডার ২০১ টাকা বেশি দামে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জরিমানার পাশাপাশি দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।