সীমান্তে ঈদের আনন্দ ভাগাভাগি করল বিজিবি-বিএসএফ
প্রকাশিতঃ ২৯ জুন, ২০২৩
নিজস্ব প্রতিবেদক,পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দেওয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফ।
বৃহস্পতিবার (২৯ জুন) বেলা সাড়ে ১০টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।
৬১ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্পের কম্পানি কমান্ডার রমেশ সিংয়ের হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াছিন আলী। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা এক প্যাকেট মিষ্টি উপহার দেন। সেখানে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াছিন আলী বলেন, দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে পরস্পরকে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও ঈদুল আজহা উপলক্ষে তাদের চার প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি। পাশাপাশি তারাও এক প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।