সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধায় ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি

প্রকাশিতঃ ২৭ জুন, ২০২৩  

জেলা প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর কতৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানান বন্ধের বিষয়ে একটি চিঠি নেপাল, ভূটান ও ভারতের পশ্চিম বঙ্গের ফুলবাড়ি সিএনএফ ব্যবসায়ীদের পাঠানো হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায় বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ২৭ জুন থেকে ২ জুলাই ও সাপ্তাহিক ছুটি শুক্রবার (৩০ জুন)-সহ ৬ দিন আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী (৩ জুলাই) সোমবার থেকে পূর্বের ন্যায় যথারীতি সময়ে কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে বাংলাবান্ধা পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বাংলাবান্ধা স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।