মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুর্বৃত্তের হামলায় সাংবাদিকের ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু

প্রকাশিতঃ ১৫ জুন, ২০২৩  

বিশেষ প্রতিনিধি:সংবাদ প্রকাশের জেরে জামালপুর বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম (৪২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জুন)বেলা পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: জাকিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১১ টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রব্বানী নাদিমকে মারা যায়।

বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার স‚ত্র জানায়, রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

সাংবাদিক নাদিমের কলেজ পড়য়া মেয়ে রফিলাতুল জান্নাত অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজনরা নাদিমের ওপর এ হামলা চালান। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি করেছেন তিনি।

নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন এর আগেও বাবা উপর বেশ কয়েকবার হামলা করেছিল।আমরা বাবার হত্যাকারীদের বিচার চাই।

সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম জানান, ৮/১০ লোক বাবু চেয়ারম্যানের নির্দেশে আমার স্বামীর মাথা থেতলে দিয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীর উপর তারা হামলা করেছে। আমি এর বিচার চাই। এর আগে গত ১১ এপ্রিলও নাদিমের ওপর একবার হামলার ঘটনা ঘটে। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তার ওপর ওই হামলা করা হয়েছিল স্বজনদের অভিযোগ।

নিহত সাংবাদিকের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জামালপুরে নেয়া হবে।

এ ঘটনায় তাৎক্ষনিক নিন্দা জানিয়েছেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে),র সভাপতি আতাউল করিম খোকন এবং সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা। আতাউল করিম খোকন জানান, সাংবাদিক নিহতের ঘটনায় বিচার দাবিতে শিগ্রই আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।