মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিতঃ ০৭ মে, ২০২৩  

জেলা প্রতিনিধি:বড়াইগ্রামে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের লক্ষ্যে উপজেলার চিলিডাঙ্গা পদ্মবিল, ভবানীপুর, ও কায়েমকোলা এলাকায় শনিবার মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠু।

এ সময় কাউকে না পেয়ে এস্কেভেটরের (ভেকু) ব্যাটারি জব্দ করা হয়। স্থানীয়রা জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আগমন টের পেয়ে এস্কেভেটরের (ভেকু) চালকরা তাদের গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায় । তখন গাড়ীগুলোর ব্যাটারী জব্দ করা হয়।