অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
প্রকাশিতঃ ১৯ এপ্রিল, ২০২৩
জেলা প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গণি বিশ্বাস (৩৬) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বিরিশিরি ইউনিয়নের সোমেশ্বরী নদীর ২ নম্বর ঘাটের সাখাইয়াতপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এ আদেশ দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত গণি বিশ্বাস উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের খনুয়া গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিরিশিরি ইউনিয়নের সাখাইয়াতপাড় এলাকার নদী থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় গণি বিশ্বাস (৩৬) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।