মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাদ্যবান্ধব চাল বেশি দামে বিক্রি

প্রকাশিতঃ ১০ এপ্রিল, ২০২৩  

জেলা প্রতিনিধি:বরগুনার তালতলীতে খাদ্যবান্ধব চাল ডিলারের বিরুদ্ধে বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (৮ এপ্রিল) শারিকখালী ইউনিয়নের ডিলার কাওসার হাওলাদারের বিরুদ্ধে একাধিক কার্ডধারী সুবিধাভোগীরা এ অভিযোগ করেন।

তারা জানান, সারা দেশে খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি করছে সরকার। এ হিসেবে প্রত্যেক কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি চাল পাবে ৪৫০ টাকায়। কিন্তু উপজেলার শারিকখালী ইউনিয়নের ডিলার মো. কাওসার হাওলাদার ৩০ কেজির এক বস্তা চাল বিক্রি করছেন ৫০০ টাকায়।

কাওসার হাওলাদার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ৩০ কেজি চালের দাম ৪৫০ টাকা। তবে পুরাতন কার্ড বাদ দিয়ে চালের সঙ্গে নতুন কার্ড দেওয়া হচ্ছে। তার খরচ ৩০ টাকা ও ৩-৪ জন লোক রেখে কাজ করাচ্ছি তার খরচ হিসেবে ২০ টাকাসহ ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে শারিকখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফারুক খান বলেন, ৩০ কেজির এক বস্তা চালের দাম ৪৫০ টাকা। এখানে টাকা বেশি রাখার সুযোগ নেই।

এ ব্যাপারে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, অভিযোগ পেয়ে খাদ্যবান্ধব ডিলার মো. কাওসার হাওলাদারের কাছে জিজ্ঞাসা করে এর সত্যতা পেয়েছি। তিনি যাদের কাছ থেকে বেশি টাকা নিয়েছেন তা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে তার ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।