অবসরের আগেই চলে গেলেন হাইওয়ে থানার ওসি শহিদুল
প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৩
অনলাইন ডেস্ক:বগুড়ার নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)সকালে শহিদুল ইসলাম বুকে ব্যথা অনুভব করলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাত জানান, কয়েকদিন ধরে ওসি শহিদুল ইসলামের জ্বর ছিল। সকালে তার বুকে ব্যথা উঠলে কয়েকজন অফিসারকে সঙ্গে নিয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য যান। কিন্তু সেখানেই সকাল সাড়ে ৮টায় মারা যান।
চিকিৎসকরা জানিয়েছেন, ওসি শহিদুল ইসলাম হৃদ রোগে আক্রান্ত ছিলেন। সকালে তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৫৮ বছরের শহিদুল ইসলাম সিরাজগঞ্জ সদরের চর বনবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২০ মে বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানায় ওসি হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল।তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।