মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিতঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩  

অনলাইন ডেস্ক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে ডামুড্যা-শরীয়তপুর সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হাছিবা খান।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ১ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে ডামুড্যা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান বলেন, সরকারী খাস জমিতে অবৈধ ভাবে দোকানপাট গড়ে উঠাতে আজকে সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।