মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৩  

স্টাফ রিপোর্টার: হরিরামপুরে পদ্মা নদীতে অবৈভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি বাল্কহেড ও আনলোড মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া।

বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি,)সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার পদ্মানদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া থেকে বাল্কহেড ও আনলোড মেশিনসহ ৯ জনকে আটক করা হয়। এরমধ্য একজন অসুস্থ ও ২ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়।  বাকি ৬ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন ও ১৫ ধারায় ৬ জনকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন,  দোহারের বাহ্রা এলাকার সোরাবের ছেলে মো মুন্নাফ (৪৫), সোহরাবের ছেলে মোঃ খোকন (২৪), পটুয়াখালীর ঢেউখালী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোঃ নুর আলম (৪৫), ইসমাইল মৃধার ছেলে মোঃ লালু (৫০), ফুরকানের ছেলে ফিরোজ মৃধা (২৮) পটুয়াখালীর বদরপুর এলাকার আবুল কামালের ছেলে মোঃ ফেরদৌস (২৫)।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া জানান, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।”