মেঘনা নদীতে দুই জাহাজের সংঘর্ষে জলে ভাসল ১১ লাখ লিটার তেল
প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর, ২০২২
অনলাইন ডেস্ক: ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুই জাহাজের সংঘর্ষে তলা ফেটে ১১ লাখ লিটার ডিজেলসহ ‘সাগর নন্দিনী-২’ নামের একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে।
আজ রোববার (২৫ ডিসেম্বর)ভোরে উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এর আগে শনিবার দিবাগত রাতে তেলবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথে নদীতে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
পরে স্থানীয় জেলেরা ডুবে যাওয়া জাহাজে থাকা চালকসহ ১২ জনকে জীবিত উদ্ধার করেন।
জাহাজ থেকে উদ্ধার হওয়া মাস্টার ও শ্রমিকরা জানান, তাঁরা চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটার অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশে রওনা করেন। রোববার ভোর ৪টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে এলে পেছন থেকে আরেকটি জাহাজ ধাক্কা দেয়। এতে জাহাজের পেছনের ইঞ্জিনরুমের কাছ দিয়ে তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করে ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে একটি বালুবাহী বলগেট সবাইকে জীবিত উদ্ধার করে। তাদের জাহাজে থাকা তেলের আনুমানিক মূল্য ৯ কোটি টাকা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল ঘটনাস্থলে গিয়ে উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে জাহাজ থেকে নদীতে ছড়িয়ে পড়া তেল নিষ্কাশন করছে। এ ছাড়া জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।
নৌ-পুলিশ ও কোস্ট গার্ড মেঘনা নদী থেকে ডিজেল অপসারণের চেষ্টা করছে বলে জানিয়েছেন ভোলার ইলিশা নৌ-পুলিশ থানার ইনচার্জ মো. আকতার হোসেন।