মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফসল ভালো না হওয়ায় কৃষি জমির মাটি বিক্রি, লাখ টাকা জরিমানা

প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর, ২০২২  

জেলা প্রতিনিধি।বগুড়ার ধুনটে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোহাব্বত আলী মনজু নামের এক ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে মাটি কাটার যন্ত্র (ভেকু) ও মাটি পরিবহনের তিনটি ট্রাক্টর জব্দ করা হয়।

আজ রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফড়িংহাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।

অভিযুক্ত মোহাব্বত আলী মনজু উপজেলার চালাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফড়িংহাটা এলাকায় ফসলি জমির মাঠে সামিদুল ইসলাম নামের এক ব্যক্তির ৮৬ শতক আবাদি জমি রয়েছে। প্রায় এক সপ্তাহ আগে সেই জমির উপরিভাগের মাটি মোহাব্বত আলী মনজুর কাছে বিক্রি করে দেন। মনজু ওই জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু করেন। সেই মাটি স্থানীয় ইট ভাটায় বিক্রি করা হয়। রোববার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে মোহাব্বত আলী মনজুর এক লাখ টাকা জরিমানা করেন ।  

এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জমির মালিক ও শ্রমিকেরা পালিয়ে যান।

এ বিষয়ে জমির মালিক সামিদুল ইসলাম জানান, ওই জমিতে আবাদ করে লাভবান হচ্ছিলেন না। এ কারণে মাটি বিক্রি করে পুকুর খনন করে সেখানে মাছ চাষের পরিকল্পনা করেন। তবে মাটি বিক্রির বিষয়ে প্রশাসনের কাছ থেকে লিখিত কোনো অনুমতি নেওয়া হয়নি।