সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গাঁজার চাষ,বাড়ির আঙিনায় অবশেষে বাবা-ছেলে গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৫ জুলাই, ২০২১  

জেলা প্রতিনিধি: জয়পুরহাট পাঁচবিবিতে নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষের অপরাধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চোরা কেশবপুর এলাকা থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।  

শনিবার (২৪ জুলাই) ভোর রাতে উপজেলার চোরা কেশবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  এ সময় ৮ ফুট উচ্চতার ২২ কেজি ওজনের ৩টি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে তারা।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চোরা কেশবপুর গ্রামের রবিউল ইসলাম (৪০) ও তার ছেলে মুরাদ হোসেন (২০)।

এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, সীমান্তবর্তী চোরা কেশবপুর গ্রামের রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ লাগিয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার ও বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।