রোয়াংছড়িতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা
প্রকাশিতঃ ১৯ জুন, ২০২১
জেলা প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক (৪৫ ) নামে এক নবমুসলিমকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার(১৮জুন) রাত ৯টার দিকে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইমাম মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরা সম্প্রদায় থেকে কয়েক বছর আগে মুসলিম ধর্ম গ্রহণ করে ওই এলাকায় একটি অস্থায়ী মসজিদের ইমামতি করে আসছিলেন।এ ঘটনার পর সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার রাতে চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী দল ঘরবাড়ি ঘেরাও করে ওমর ফারুককে ঘর থেকে ডেকে এনে মসজিদের সামনে গুলি করে হত্যা করে। তবে সন্ত্রাসী দলটি কারা ছিল এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এ ব্যাপারে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার জানান, সন্ত্রাসীরা রাতে তাকে ঘর থেকে ডেকে মসজিদের সামনে ব্রাশফায়ার করে হত্যা করেছে।ঘটনার পর সেখানে রোয়াংছড়ি ও পাশের লংলাই সেনাক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা গিয়েছে। এছাড়া রোয়াংছড়ি থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রওনা দিয়েছে।