মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইসলামপুরে এক দিনেই বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রকাশিতঃ ২০ মে, ২০২১  

জেলা প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় এক দিনেই বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। এছাড়া ৩টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়িসহ ক্ষেতের ফসলের।

আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, পাথর্শী ইউনিয়নের জারুলতলায় তিনজন, সাপধরি ইউনিয়নের কালিরচরে একজন, পলবান্ধা ইউনিয়নের বাটিকামারীতে একজন ও গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরে একজন নিহত হন।

নিহতরা হলেন, উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের মৃত কান্দু শেখের ছেলে জাবেদ আলী (৫৮), গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আখের মাহমুদের ছেলে মহিজল মিয়া (৫০), পাথর্শী ইউনিয়নের জারুলতলার পশ্চিম গামারিয়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫ ), মৃত জব্বার মিয়ার ছেলে এনামুল হক (৩৫), মৃত কাইলে শেখের ছেলে শাজাহান (৩৮) এবং সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামের আবদুল কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩৬)।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজাহারুল ইসলাম সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করেছেন।