সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুন্দরবনে একই এলাকায় বাঘের আক্রমণে বাবার পর ছেলের নিহত

প্রকাশিতঃ ১৬ মে, ২০২১  

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামের এক মৌয়াল নিহত হয়েছেন।

গত শুক্রবার বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মধ্য খলসেবুনিয়ার মৃত ইসলাম সরদারের ছেলে।এর আগে ২০১৪ সালে রেজাউলের বাবাও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হয়েছিল।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার মরদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে।

একইভাবে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।