সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার পল্টন থেকে আসামি গ্রেফতার

প্রকাশিতঃ ০৩ এপ্রিল, ২০২১  

বিশেষ সংবাদদাতা; মুন্সীগঞ্জ সদর উপজেলায় সালিশ বৈঠকে ছুরিকাঘাতে তিনজনকে হত্যার ঘটনায় আলভী মুনতাসিম ওরফে অভি (২০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবির ওসি মোজাম্মেল হক।

এর আগে শুক্রবার ভোরে ঢাকার পুরানো পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভি এ হত্যা মামলার ৬ নম্বর আসামি। অভিকে নিয়ে গ্রেফতারকৃত আসামির সংখ্যা সাতজন হলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ পরিদর্শক মো: মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি অভি ঢাকার পুরানো পল্টন এলাকায় অবস্থান করছে। ওইখানে অভিযান চালিয়ে অভিকে গ্রেফতার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ