মাগুরায় দু’টি বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪
প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর, ২০২০
জেলা প্রতিনিধি: মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় যাত্রীবাহী দুটি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন দুর্ঘটনার শিকার চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর জেলা সদরের রুপদিয়া গ্রামে। অপর নিহত হচ্ছেন নরসিংদি জেলার দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজালাল জানান, দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীরঢালে দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।বরিশাল থেকে চাকলাদার পরিবহন যশোরগামী একটি যাত্রীবাহী বাস ও একই দিকে যাওয়া একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, যাত্রীবাহী বাস এখনো খাদে পড়ে আছে। যশোর ও মাগুরা দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার কারণে যশোর-খুলনা মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।