মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ডিউটি শেষে থানায় ফেরার পথে পার্কিংয়ে রাখা ট্রাকের বাঁশ বুকে ঢুকে এএসআই নিহত

প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর, ২০২০  

জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় সড়কের পাশে ট্রাকে রাখা বাঁশ বুকে বিঁধে আশাশুনি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ জামাল (৩৭) নিহত হয়েছেন। তিনি যশোর জেলার শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি আশাশুনি থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাতের দায়িত্ব শেষে থানায় ফেরার পথে আশাশুনির চাপড়া এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ জানায়, এএসআই শাহ জামাল রাতের ডিউটি শেষে বুধহাটা এলাকা থেকে থানায় ফিরেছিলেন। পথে চাপড়া পুরাতন ইউনিয়ন পরিষদ অফিসের কাছে এলে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাঁশ ভর্তি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় একটি বাঁশ তার বুকে বিঁধে যায়। এ অবস্থায় এএসআই জামালকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাঁশ বোঝাই ট্রাকটিসহ এর ড্রাইভার কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।এবং এএসআই শাহ জামালের লাশ খুলনা থেকে সরাসরি তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।