রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৪
প্রকাশিতঃ ১৪ জুন, ২০২০
জেলা প্রতিনিধি: রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ইউনিয়ন এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত প্রাইভেটকারের যাত্রীরা হলেন- মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লবপুর গ্রামের লিজান বিশ্বাস (৬), সুব্রত মন্ডল (৩০) ও শ্যামল মন্ডল (৩০)। এছাড়া ট্রাকের সহকারী রিপন মারা গেছেন।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফ উজ জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে একটি লোহার রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৬০১৮) ফরিদপুরের দিকে যাচ্ছিল এবং মেহেরপুর থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২২-৪৩৫৫) চারজন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাবার সময় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার ছোটব্রিজ এলাকায় পৌছালে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেটকারের তিন যাত্রী এবং ট্রাকের সহকারী নিহত হয়।