মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত-২

প্রকাশিতঃ ১৫ এপ্রিল, ২০২০  

জেলা প্রতিনিধি: দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে একজন সেবিকাসহ দু’জন নিহত হয়েছে। পৃথক ঘটনাটি দু’টো ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর ও সদর উপজেলায়।

পার্বতীপুরে আজ বুধবার( ১৫ই এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ইতি রানী রায়(৩২) নামের এক নার্সের(সেবিকা) মৃত্যৃ হয়। নিহত নার্স পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার(আর,এম,ও) মোঃ আলম মিয়াজানায়, নিহত নার্স ইতি রানী রায় গ্রামের বাড়ী দূর্গাপুর থেকে তার স্বামীর মোটর সাইকেলযোগে কর্মস্থলে আসছিল। এসময় কাল বৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। তারা চান্দাপাড়া মোড়ে এসে পৌছলে রাস্তার পাশের একটি গাছের ডাল ইতিরানীর উপর ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয়।

সংজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ওই দূর্ঘটনায় তার স্বামী মৃনাল কান্তি রায়ও আহত হন। এই নার্সের মৃত্যুতে হাসপাতালের কর্মচারী ও নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার সকালে রুপ নেয় কালবৈশাখীতে। ধিরে ধিরে ঝড়ের প্রভাব কমলেও বজ্রপাতের প্রভাব বাড়তে থাকে। এতে করে দিনাজপুর সদরের কসবায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।