মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নববধূকে গলা টিপে হত্যা স্বামী পলাতক

প্রকাশিতঃ ১৪ জুন, ২০১৯  

জেলা প্রতিনিধি: এখনও নববধূর হাতের মেহেদীর রং আর আলতার আল্পনা শুকায়নি। কিন্তু পাষন্ড স্বামী তার নব বিবাহিত স্ত্রীর জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।

স্ত্রী সোহানা আক্তার (১৭) নববধূকেকে গলা টিপে হত্যা করেছে স্বামী সাইদুল ইসলাম (২৩)। ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে চর বাউশিয়া বড়কান্দি গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সোহানা আক্তারে চাচা আলী আহম্মদ জানান, গত তিন মাস পূর্বে একই ইউনিয়নের বাউশিয়া নয়াকান্দি গ্রামের মো: আজিজ মিয়ার ছেলে সাইদুল ইসলামের সাথে আমার বড় ভাইয়ের (সোহেল) মেয়ে সোহানার বিবাহ দেয়। পরে জানা যায় ওই ছেলে মাদকাসক্ত। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য বার বার আমার ভাতিজি সোহানা আক্তারকে নির্যাতন করতে থাকে। বুধবার সোহানার কাছে নেশার জন্য টাকা চায় সাইদুল। টাকা দিতে অসম্মতি জানালে সোহানাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী সাইদুল ইসলাম।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হারুন অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।