মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে, লাশটি একজন প্রফেশনাল চোরের!

প্রকাশিতঃ ১১ জুন, ২০১৯  

জেলা প্রতিনিধি: সাতক্ষীরার বাইপাস এলাকা হতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম মুকুল হোসেন(২৬)। সে সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকার হরজেন মোল্যার ছেলে।

আজ দুপুরে নিহতের মা সায়রা বানু ওই লাশ তার ছেলের বলে শনাক্ত করেছেন।

জানা যায়, আজ সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার বাইপাস সড়কের পাশ হতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে সাতক্ষীরা থানা পুলিশ।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে নিহত মুকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহত মুকুল একজন প্রফেশনাল চোর। তার বিরুদ্ধে থানায় ৩০টিরও বেশী চুরির মামলা রয়েছে।