সাতক্ষীরায় ঘুমন্ত স্বামীকে পিটিয়ে হত্যা স্ত্রী আটক
প্রকাশিতঃ ১৮ মে, ২০১৯
জেলা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ঘুমন্ত স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী। শনিবার দিবাগত রাত ১টার দিকে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরা পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।
নিহতের নাম নজির উদ্দীন মোড়ল (৫৬)। সে তালার হাজরা পাড়া গ্রামের সুরমানতুল্লাহ’র ছেলে।
স্থানীয়রা জানান, নিহত নজির উদ্দীন মোড়লের স্ত্রী ফিরোজা বেগম (৩৬) শনিবার দিবাগত রাত ১টার সময় নিজ বাড়ীতে তার স্বামীকে ঘুমন্ত অবস্থা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শনিবার সকালে পাটকেলঘাটা প্রশাসনিক থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এঘটনায় তার স্ত্রী পিরোজাকে আটক করেছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।