বাইশারীতে বজ্রপাতে পুত্রবধু নিহত, শাশুড়িসহ আহত ৩
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বজ্রপাতে একই পরিবারের একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এছাড়া ঝড়ে শতাধিক বাড়ি ঘর বিধস্ত হয়েছে। জেলা শহর ও পাশ্ববর্তী এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। গতকাল সোমবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তদন্ত কেন্দ্র সংলগ্ন দক্ষিণ বাইশারী গ্রামে বজ্রপাতে আলী আকবরের পুত্রবধূ জান্নাত আরা (২৫) নিহত হন। এ সময় আহত হন আলী আকবরের ন্ত্রী মরিয়ম বেগম (৫০), ছেলে এরশাদ উল্লাহ্ (৩০) ও অপর পুত্র বধু আসমা বেগম (২২)। বাইশারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে ঘরের চালের ওপর টিনের কাজ করছিল আলী আকবরের ছেলে এরশাদ উল্লাহ। এ সময় ঘরের বাইরে ওঠানে কাজ করছিল অন্যান্যরা। হঠাৎ বজ্রপাত ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হলে’বজ্রপাতের বিকট শব্দ শুনতে পান। এ সময় আলী আকবর বাহির হয়ে দেখেন’ ঘরের চালের ওপর এরশাদুল্লাহ ও বাকীরা উঠানে দরজার পাশে পড়ে আছে।পরে আশপাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদগা বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে জান্নাত আরাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।