মানিকগঞ্জে ধর্ষণের ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে
প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারি, ২০১৯
জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় এক তরুণীকে দুদিন বাংলাতে আটকে রেখে ধর্ষণের ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই পুলিশ কর্মকর্তাকে ৬ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি)দুপুরে ১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৭নং আদালতে আসামি দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করে উভয়ের ১০ দিনের রিমান্ডআবেদন করে পুলিশ। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৭নং আদালতের বিচারক মোহাম্মদ গোলাম সারোয়ার তাদের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রিমান্ডে পাঠানো দু’জন হলেন- উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে সাটুরিয়া থানায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। তার আগে দু’জনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ করেছিলেন তিনি। তখন দুই কর্মকর্তাকেই থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মামলার পর মঙ্গলবার সকালে দু’জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।